খাগড়াছড়িতে হত্যাকান্ডের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন, সড়ক অবরোধ কাল

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহতদের লাশ স্বজদের হাতে হস্তান্তর করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। নিহতদের লাশ এলাকায় পৌঁছালে আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পুরো খাগড়াছড়ি। পাহাড় জুড়ে বইছে শোকের মাতম।

রবিবার (১৯ আগস্ট) বেলা তিনটার দিকে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সমর্থিত পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা তপন চাকমা, এলটন চাকমা ও পলাশ চাকমার লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিতে ছিলেন।

এদিকে, খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকর্মীসহ ৭ জনের নিহতের প্রতিবাদে সোমবার (২০ আগষ্ট) খাগড়াছড়ি জেলাজুড়ে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত খীসা) সমর্থিত তিন সংগঠন।

প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে উঠেছে সাধারন মানুষ। গভীর অরণ্যের সীমানা ছাড়িয়ে এখন প্রকাশ্যে ঘটছে আঞ্চলিক সংগঠন গুলোর সশস্ত্র হামলার ঘটনা।

তবে এসব আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রতিপক্ষ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্ত্রাসীদের গুলিতে বলি হচ্ছে সাধারন মানুষ।

শনিবার (১৮ আগষ্ট) খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতাকর্মীসহ ৭ জনের নিহতের পর এখনো আতঙ্ক কাটেনি। ব্যস্ততম স্বনির্ভর বাজারের কোন দোকানপাট খোলেনি। পুরো বাজার জুড়ে আতঙ্কের ছাপ। সাধারন মানুষের চলাফেরায়ও রয়েছে সাবধনতা।

খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো জানান, ‘শনিবার স্বনির্ভর এলাকায় ৬ জনকে হত্যার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এই নিয়ে এখনো থানায় কেউ কোন অভিযোগও করেনি। তবে, ঘটনার দিন শনিবার রাতেই খাগড়াছড়ি জেলা প্রশাসন হত্যাকান্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

অপরদিকে, খাগড়াছড়ির আইন-শৃঙ্খলার উন্নয়নসহ জনমনে স্বস্তি ও আস্থা ফেরাতে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সপ্তাহব্যাপী চলবে এই অভিযান। রবিবার গিরিফুল এলাকা থেকে এ বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।