মারা গেছে হিমাদ্রী হত্যা মামলার হিংস্র কুকুরটি

চট্টগ্রাম: চাঞ্চল্যকর হিমাদ্রী মজুমদার হিমু হত্যাকাণ্ডে ব্যবহৃত জার্মানির রট-ওয়েলার জাতের হিংস্র কুকুরটি মারা গেছে।

সোমবার (২০ আগস্ট) সকাল আটটায় চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচায় কুকুরটি মারা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

তিনি জানান, জার্মানির রোটেলার প্রজাতির কুকুরগুলোর গড় আয়ু ১০ বছর। হিমু হত্যা মামলার আসামি কুকুরটি প্রায় ছয় বছর চট্টগ্রাম চিড়িয়াখানায় বেঁচেছিল। ময়নাতদন্ত করে দেখা গেছে হার্ট অ্যাটাকে কুকুরটি মারা গেছে।

এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে সেখান থেকে ফেলে দেয় অভিজাত পরিবারের কয়েকজন বখাটে যুবক। ছেলে হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন।

গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল। হিমু গোপা মজুমদার ও প্রবীর মজুমদারের ছেলে।

সূত্র জানায়, মামলার আলামত হিসেবে আদালতের নির্দেশে তিনটি কুকুরকে অচেতন করে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। কিছু দিন পর দুইটি কুকুর মারা যায়। টিকে ছিল একটি।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদী হয়ে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হল- ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।

২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা পুলিশ ওই মামলায় এজাহারভুক্ত পাঁচজন আসামিকে অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৮ অক্টোবর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষ ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন ‍শুরু হয়। ২০১৬ সালের ১৪ আগস্ট চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন। যাতে পাঁচ আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন