ফটিকছড়ি : দেশীয় তৈরী মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন-নানুপুর এলাকার আহাম্মদ হোসেন এর ছেলে আজম মঞ্জু (২৬) ও মানিকপুর এলাকার আবুল হোসেনের ছেলে মানিক(৩২)।
মঙ্গলবার (২১ আগস্ট) রাতে এসআই মোঃ ফখরুল ইসলাম ও এসআই মোঃ আরিফ হোসাইন ফটিকছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ দু্জনরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জাকির হুসাইন মাহমুদ জানান, আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত