ঈদের সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা ও শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি এলাকায় সড়ক দূর্ঘটনায় পাচঁজন নিহত হয়েছেন।
বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বিষয়টি জানিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা সড়ক হয়ে মোটরসাইকেলযোগে শেরপুর আসছিলেন অজ্ঞাতপরিচয় ওই দুই যুবক। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত দুই যুবকের নাম-পরিচয় জানার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত