চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ পরিচয়ে দোকান থেকে চাঁদা আদায়ের সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২১ আগস্ট) সকালে কোতোয়ালী মোড় থেকে কামরুল হুদা (৩২) নামের ওই যুবকে আটক করা হয় বলে জানান কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুটা হলুদভিটা এলাকার এলেম মুন্সীর ছেলে কামরুল থাকেন নগরীর চকবাজার এলাকায়।
ওসি মহসিন জানান, সকালে কামরুল ডিবি পুলিশ পরিচয় দিয়ে কোতোয়ালী মোড়ের খাদি পাঞ্জাবীর সামনের ফুটপাতে চা-দোকানি এনামুল হকের কাছ থেকে এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আরও ৫০০ টাকা দাবি করেন। পাশের আরেক দোকান থেকেও ২০০ টাকা নেন কামরুল। এসময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই ঘটনায় একটি মামলা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত