ঈদ উপলক্ষে ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে বসেছিলো গরু-ছাগলের হাট। আর সেখানে সবচেয়ে বেশি নজর কাড়ল একটি ছাগল, যার নাম বলিউড সুপারস্টার সালমান খানের নামে নামকরণ করা হয়েছে।
কেউ কিনুক আর না-ই কিনুক, হাটে আসা লোকজন অন্তত একবার এসে দেখে গেছেন ছাগল ও তার মালিককে। সালমান নামের ছাগলটির দাম ধরা হয়েছিলো পাঁচ লাখ রুপি।
স্থানীয়রা বলছেন, ছাগলটি নাকি একেবারে পেশি বহুল, শারীরিক গঠনে একেবারেই ফিট। ছাগলটির পেশির গঠন যেন একেবারে রিংয়ের সুলতানের মতো। তাই আদর করে মালিক এর নাম রাখেন সালমান।
[caption id="attachment_29327" align="aligncenter" width="725"] সালমান ও বাহুবলীর সঙ্গে তাদের মালিক[/caption]
এদিকে, উত্তর প্রদেশে সন্ধান পাওয়া গেছে আরও তিনটি ছাগলের। যার একটির নাম সালমান, আরেকটি ‘করণ অর্জুন’ এবং অপরটি ‘বাহুবলী’ ছবির নামে নামকরণ করা হয়েছে। এরইমধ্যে ‘করণ অর্জুন’কে ৫৬ হাজার রুপিতে বিক্রি করে দিয়েছে তার মালিক। কিন্তু সালমান ও বাহুবলীকে আরও এক বছর লালন-পালন করতে চান তিনি।
এবারই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে এই গ্রামের পশু বিক্রির হাটে শাহরুখ খান আর সালমান খানের নামে ছাগল আনা হয়। তখন সানিয়া মির্জার নামে একটি ছাগলের নাম ছিল ‘সানিয়া’।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত