সাহসী প্রকাশনা ‘শিল্পবাজার’

‘শিল্পবাজার’এর প্রকাশনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম : প্রযুক্তির উত্তাল ঢেউ আছড়ে পরছে নগর থেকে শহর-গ্রামে। স্মার্ট ফোন-নেট ঘেঁটে ব্যাকুল উঠতি যুবক। দিন-রাত আসা-যাওয়া মহাকাশে। যেকারণে প্রতিদিনের খবরের কাগজ ভাঁজ খোলার ফুসরত নেই। পরে থাকে, মলিন বিবর্ণ।_এমন দু:সময়ে ছাপা কাগজ! রঙিন মলাটে মোড়ানো ম্যাগাজিন_ভাবা যায়!_এমনসব দুশ্চিন্তা গুঁড়িয়ে দিলেন সীতাকুন্ডের এক সাহসী যুবক। শোকের মাস আগস্টের এক সন্ধ্যায় জোহানস গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের নাড়ি ছিঁড়ে বেড়িয়ে এলো দীর্ঘ সাধনার নির্যাস-‘শিল্প বাজার’।

এরপরও থেমে নেই। চার রঙে উন্নত আর্ট পেপারে ঝকঝকে মলাটে মোড়ানো ‘শিল্প বাজার’ হাতে পেয়েই এক দৌঁড়ে সীতাকুন্ড প্রেসক্লাব। স্বতীর্থদের হাতে হাতে ‘শিল্প বাজার’ তুলে দিয়ে দীর্ঘক্লান্তি দূর করলেন। শঙ্কল্প করলেন-এগিয়ে যাওয়ার। শুভ প্রকাশনা উৎসব। নির্মল হোক এই বন্ধুর পথচলা…। সাহসী ছেলেটা বিশ্বাস করে আপনার ভালবাসায় আগামীর স্বপ্নযাত্রা হবে বাধাহীন।

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে ছাপা হয় ‘শিল্প বাজার’। বাঁধাইয়ের পর সদ্য মুদ্রিত ‘শিল্প বাজার হাতে পেয়েই ছুটে গেলেন তার প্রাণের সংগঠন সীতাকুণ্ড প্রেসক্লাবে। ছোট্ট পরিসরেই হয়ে গেলো প্রকাশনা অনুষ্ঠান। পরে শিল্পবাজার সম্পাদক হাকিম মোল্লা অনুভূতি জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন-২০১৫ সাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সামনে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণ বার্তা সম্পাদক কলিম সরওয়ার ভাই পিঠ চাপড়ে বলেছিলেন হাকিম খুব উপকারী ছেলে….।

২০১৮ সাল। শোকাবহ আগস্টে একটি মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি আলহাজ্ব এম. সেকান্দর হোসাইন ভাইয়ের কণ্ঠে ঝড়ল আরেক অমিয় বাণী হাকিম খুব সাহসি ছেলে।

‘উপকারি ছেলে’ আর ‘সাহসি ছেলে’ এই দুই মিলেই আমি আপনাদের ‘হাকিম মোল্লা’। মহান রাব্বুল আলামীনের দরবারে হাজার শোকরিয়া অবশেষে ২০ আগস্ট ‘শিল্পবাজার’ প্রকাশ করলাম।

জানা গেলো প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি আলহাজ্ব এম. সেকান্দর হোসাইন। সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি ও ‘শিল্পবাজার’ এর প্রধান সম্পাদক সৈয়দ ফোরকান আবু এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বকোণ ও দৈনিক কালের কণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী।

অনুষ্ঠানে ‘‌শিল্প বাজার’ সম্পাদক হাকিম মোল্লা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি।

শেয়ার করুন