[caption id="attachment_29340" align="aligncenter" width="728"]
শাড়ি পরে বাংলায় ঈদ শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ছবি: ভিডিও থেকে নেয়া[/caption]
শাড়ি পরে বাংলায় ঈদ শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বললেন-‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’
বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহা উপলক্ষে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বাংলায় দেয়া এক ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।
ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে সম্পূর্ণ বাঙালিয়ানা ভঙ্গিতে ভাঙা ভাঙা বাংলায় বার্নিকাট ঈদশুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন বার্নিকাট। এ বছরই তার মেয়াদ শেষ হচ্ছে। বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার।
https://www.facebook.com/bangladesh.usembassy/videos/642785862784234/
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত