রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে ঘরে ঢুকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি : বাঘাইছড়ি উপজেলায় মিশর চাকমা (৩০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) কর্মী নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিশর চাকমা বঙ্গলতলী গ্রামের কান্তি চাকমার ছেলে।

বুধবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গম উত্তর বঙ্গলতলী গ্রামে এই ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে স্থানীয় জেএসএস-এমএন লারমা গ্রুপের নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

বাঘাইছড়ির উপজেলার জেএসএস (এমএন লারমা) দলের সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, মিশর চাকমা আমাদের সক্রিয় কর্মী ছিল। ইউপিডিএফের উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কিধন চাকমার নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যতটুকু খবর পেয়েছি, প্রায় ঘণ্টাব্যাপী লাঠি দিয়ে আঘাত করে করে তাকে হত্যার চেষ্টা করা হয়। পরে চলে যাওয়ার সময় মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়েছে।

এ প্রসঙ্গে ইউপিডিএফের অন্যতম সংগঠক নিরন চাকমা বলেন, এই বিষয়টি আমাদের জানা নেই, এটি তাদের নিজেদের মধ্যকার ঝামেলা হতে পারে।

বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্গম এলাকায় ঘটনাটি ঘটেছে।

শেয়ার করুন