সুষ্ঠু ও সুন্দর নতুন ইসির প্রথম নির্বাচন
আ’লীগ প্রার্থী জাফর মেয়র নির্বাচিত বাঘাইছড়িতে

মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত আ’লীগ প্রার্থী জাফর। ফাইল ছবি

রাঙ্গামাটি : সীমান্তবর্তী নির্বাচনী এলাকা বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. জাফর আলী খান
নৌকা প্রতীকে ৩ হাজার ৭৯৮ ভোট পেয়ে মেয়র পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট এবং ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওমর আলী পেয়েছেন ১ হাজার ৭৯৮ ভোট।

গণনাশেষে এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন।

এ সময় ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রার্থী, ভোটারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন, ১-২-৩ ওয়ার্ডে আমেনা বেগম (১৫৫৫ ভোট), ৪-৫-৬ ওয়ার্ডে মোর্শেদা বেগম (১৫৯৫) ও ৭-৮-৯ ওয়ার্ডে চঞ্চলা চাকমা (১২৯২ ভোট) ।

এছাড়া, ১ নম্বর ওয়ার্ডে মো. হোসেন (৬৪১ ভোট), ২ নম্বর ওয়ার্ডে ওবায়দুল হক (৪৫৩ ভোট), ৩ নম্বর ওয়ার্ডে বাহার উদ্দিন (৩০৪ ভোট), ৪ নম্বর ওয়ার্ডে নুরুল আলম (৩৮০ ভোট), ৫ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম (৬৭৬ ভোট), ৬ নম্বর ওয়ার্ডে নাজিম উদ্দিন (৩৮০), ৭ নম্বর ওয়ার্ডে পারভেজ আলী (৪৮৮ ভোট), ৮ নম্বর ওয়ার্ডে উৎপল তালুকদার (৪৪০ ভোট) ও ৯ নম্বর ওয়ার্ডে নুরুল হক তালুকদার (৩৪৬ ভোট)।

শেয়ার করুন