চট্টগ্রাম : পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণ করার সময় সিএনজি চালক ও এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। এসময় অপর ছিনতাইকারী পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ আগস্ট) রাতে নগরীর নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নতুন ব্রিজ এলাকায় কলেজ শিক্ষার্থী আলী রমজানের কাছ থেকে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের পর পথচারী হাবিব কাউছার নামে এক ব্যক্তিকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করে দুই যুবক। পরে সিএনজি চালিত অটোরিকশাটি ধাওয়া করে হাবিব কাউছারকে উদ্ধার করা হয়। চালক শাহজাহান ও পুলিশ পরিচয় দেওয়া দুইজনের মধ্যে মাহমুদুলকে গ্রেফতার করা হয়। অপরজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুই ছিনতাইকারীকে চোরাই মোবাইল ও ছোরাসহ গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত আরও একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত