পরিকল্পনায় ত্রুটি! ভেস্তে যেতে পারে চসিক’র আলোকায়ন প্রকল্প

সোলারপোষ্টের নাট-বোল্ট খুলে ফেলছে।

চট্টগ্রাম : পরিকল্পনা ত্রুটির কারণেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সোলার আলোকায়ন প্রকল্প ভেস্তে যেতে পারে বলে মনে করেন সচেতন নগরবাসী। তাদের মতে, সোলারপোষ্টের জয়েন্ট থেকে খুব সহজেই নাট-বোল্ট খুলে নেয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। যেসব জায়গায় সোলারপোষ্ট বসানো হয়েছে, ওইসব পোষ্টের জয়েন্ট থেকে নাট-বোল্ট খুলছে_এমন দৃশ্য দেখছেন নগরবাসী।

সোলারপোষ্টের নাট-বোল্ট খুলে ফেলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিমেন্ট দিয়ে জমানো স্তম্ভের সাথে মাত্র চারটি নাট-বোল্টের উপর ভিত্তি করেই স্থাপন করা হয়েছে বিশাল সোলারপোষ্ট। তাতে অবশ্য সমস্যা নেই। তবে ওই চারটি নাট-বোল্ট সহজেই খুলে ফেলা যায়। আর ওইসব নাট-বোল্ট খুলে ফেলে দিলে শতভাগ ঝুঁকি বহন করবে সোলারপোষ্টগুলো। তিনি মনে করেন, সোলারপোষ্ট স্থাপনে যে পরিকল্পনা বা ডিজাইন করা হয়েছে, তাতে যথেষ্ট ত্রুটি রয়েছে। বাস্তবতা বিবেচনায় ডিজাইন করা হয়য়নি। যেকারণে চসিকের শত কোটি টাকার আলোকায়ন প্রকল্প বাস্তবায়নের শুরুতেই প্রশ্নের মুখে পরেছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে সোলার প্যানেলপোষ্ট স্থাপন করে চসিক আলোকায়ন ব্যবস্থা সম্পন্ন করছে অতিসম্প্রতি। কিন্তু লাইট পোস্টগুলোর জয়েন্ট থেকে ইতোমধ্যে নাট-বল্টু খুলে নিয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্ত। স্থানীয়রা জানান, নগরজুড়ে বিচরন করা ভাসমান শিশুরাও এ কাজে বেশ পারদর্শী। তারাই মূলত এমন কাজ করছে অনেকটা জনসমক্ষে। ফলে নিরাপত্তাহীন হয়ে পড়ছে সোলার প্যানেল পোস্টগুলো। দ্রুত পদক্ষেপ না নিলে হয়তো পোস্টগুলো খুলে নিয়ে যেতে পারে দুর্বৃত্তরা। তাই সময় থাকতেই পদক্ষেপ নেয়ার জানিয়েছেন সচেতন নগরবাসী।

শেয়ার করুন