ফটিকছড়িতে ৪ ইয়াবা ব্যবসায়ী আটক

ফটিকছড়িতে ৪ ইয়াবা ব্যবসায়ী আটক

চট্টগ্রাম : উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া গ্রামের বশরের দোকানের সামনে অভিযান চালিয়ে ৪ ইয়াবা ব্যবসায়ী আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (২৫ আগস্ট) রাতে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ শহীদ আটক মোঃ শহীদ ফটিকছড়ি পৌরসভার (ধুরুং ইউনিয়ন) কলি ঘর বাড়ীর মোঃ নুরুল ইসলাম মেম্বারের ছেলে। মোঃ শওকত ফটিকছড়ি পৌরসভার (ধুরুং ইউনিয়ন) আনোয়ার আলী সওদাগর বাড়ীর আবুল হোসেনের ছেলে। মোঃ মনজু একই ইউয়িনের-মৃত সোলেমান চৌকিদারের ছেলে। ওমর ফারুক রিমন সুন্দুরপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া গ্রামের মোজ্জাফর চৌধুরী বাড়ীর, মোঃ আবুল কালামের ছেলে। তাদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা ও সেবন করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।