মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

চট্টগ্রাম : মিরসরাইয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় মিরসরাই উপজেলার মস্তাননগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার মানিক (৩৫) ও বরিশালের হাসান (২৫)। তারা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রানিয়ারা গ্রামের ইউনুছের পুত্র সুমন (১৮) ও আখাউড়া উপজেলার মোখলেছ মিয়ার পুত্র উজ্জ্বল (১৮)।

গুরুতর আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ২ জন সাগরিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার সময় চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মিরসরাইয়ের মস্তাননগর রেল স্টেশন এলাকায় ২ জন নিহত হয়েছে। অপরদিকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছে আরো ২ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক জানান, ট্রেন থেকে পড়ে আহত ২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সুমন নামের একজনের পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, অপরজন উজ্জ্বল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন