[caption id="attachment_29580" align="aligncenter" width="725"]
অঙ্গার বেদী ও নেহা ধুপিয়া[/caption]
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নেহা ধুপিয়া।
গত ২১ আগস্ট থেকে ভারতে শুরু হয়েছে জমকালো ল্যাকমে ফ্যাশন উইক। শনিবার (২৫ আগস্ট) ছিলো এই জমকালো আয়োজনের চতুর্থ দিন। এদিন ফ্যাশন ডিজাইনার পায়েল সিংহালের পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে অন্তঃসত্ত্বা নেহাকে।
র্যাম্পে হাঁটার সময় নেহাকে সঙ্গ দিয়েছেন তার স্বামী অঙ্গার বেদী। দু’জন একই কারুকাজ করা পোশাক পরেছিলেন।
এর আগে বহুবার র্যাম্পে হাঁটতে দেখা গেছে নেহাকে। তবে এবার র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা তার জন্য নাকি ভিন্ন ছিলো। এ প্রসঙ্গে নেহা বলেছেন, ‘এটি সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত