
চট্টগ্রাম : আগামী ৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে ৬টায় নন্দনকানন ফুলকির এ.কে.খান মিলনায়তনে ‘পঞ্চসুর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবলা তথা শাস্ত্রীয় সংগীত চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে নব গঠিত ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের উদ্বোধনী এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবুল হোসেন প্রধান অতিথি, তবলাগুরু ওস্তাদ কিরন্ময় চৌধুরী উদ্বোধক ও বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা সংগঠক নারগীস সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন ফোরামের পরিচালক তবলাশিল্পী পলাশ দেব।
অনুষ্ঠানমালায় থাকবে বিভিন্ন বাদ্যযন্ত্রের বৃন্দবাদন, উচ্চাঙ্গ সংগীত, তবলার লহড়া ইত্যাদি। উচ্চাঙ্গ সংগীতে প্রত্যয় বড়ুয়া অভি, একক ও বৃন্দ তবলার লহড়ায় নিলয় মল্লিক, প্রণয় চক্রবর্তী এবং ফোরামের সদস্য/ সদস্যাবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী সকলের উপস্থিতি কামনা করছেন আয়োজকবৃন্দ।