শ্যামলী বাসের ধাক্কায় ওষুধ বিক্রয়কর্মী নিহত, বাস জব্দ

খাগড়াছড়ি : ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ আল আমিন। নিহত আল আমিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনেসিনায় বিপণনকর্মী হিসেবে কর্মরত। সে পটুয়াখালীর সদর উপজেলার বড় দীঘি গ্রামের মোঃ কেরামতি আলী’র ছেলে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুইমারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খাগড়াছড়িগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি বিপরীত দিক আসা এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী আল আমিনকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্যামলী পরিবহণ বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটিও থানায় আনা হয়েছে।