
শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টম্যান্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ নির্বাহী প্রধান টিপু সুলতান ফরায়েজীসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে দুদকের সহকারী উপ পরিচালক গুলশান আনোয়ার নেতৃতে একটি দল তাদের সেগুনবাগিচা এলাকা থেকে আটক করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেয়ার কারসাজির মাধ্যমে বাজার থেকে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।