চট্টগ্রামের চোরাই গাড়ি নোয়াখালীতে উদ্ধার আটক ১

চট্টগ্রামের চোরাই গাড়ি নোয়াখালীতে খড় দিয়ে ঢাকা। পার্শ্বে চোর রিয়াজ। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার শেরশাহ মোড় থেকে ডিসেম্বরে চুরি হওয়া চার চাকার হিউম্যান হলার নোয়াখালীর চরজব্বার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘পার্টটাইম চালক’ রিয়াজকে (২২) গ্রেফতার করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ২১ ডিসেম্বর শেরশাহ মোড় এলাকা থেকে মো. জাকির হোসেনের মালিকানাধীন হিউম্যান হলারটি চুরি হয়। মালিকের কাছ থেকে নিয়ে গাড়িটি মাঝেমধ্যে চালাতেন রিয়াজ। কিন্তু ত‍ার ঠিকানা জানতেন না তিনি।

বিষয়টি পুলিশকে জানালে চুরির মামলা হয়। এরপর ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে রিয়াজের বাড়ির ঠিকানা উদ্ধার করা হয়। সর্বশেষ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালানো হয়। নোয়াখালীর চরজব্বারের ভূঁইয়ারহাট এলাকা থেকে খড় দিয়ে ঢাকা অবস্থায় গাড়িটি পাওয়া যায়। একই সঙ্গে রিয়াজকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন