
বান্দরবান : লামা উপজেলায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনিছ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ফাইতং-বানিয়াছড়া সড়কের নয়া পাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আনিছ পাশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিম নগর গ্রামের বাসিন্দা
মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফাইতং নয়াপাড়া এলাকায় ইয়াবা বিকিকিনি চলছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ হানিফের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালায়। এসময় ৫৫ পিস ইয়াবাসহ মো. আনিছকে আটক করে পুলিশ।
ইয়াবাসহ মো. আনিছকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন বলেন, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।