জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রমা চৌধুরী

বীরাঙ্গনা রমা চৌধুরী

চট্টগ্রাম: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী৷ রবিবার (২ সেপ্টেম্বর) রাতে রমা চৌধুরীকে লাইফ সাপোর্ট দেওয়া হয় বলে জানিয়েছেন তার দীর্ঘদিনের সহচর আলাউদ্দীন খোকন।

তিনি জানান, সন্ধ্যার পর দিদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। রাতের দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রমা চৌধুরীকে শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কেবিন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। গলব্লাডার স্টোন, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি।

শেয়ার করুন