বিশেষ সংবাদদাতা : হাটহাজারীতে চ্যানেল অব হোপ শিশু সুরক্ষ বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন হাটহাজারী।
কর্মশালার সহযোগিতায় করেন হাটহাজারী এরিয়া প্রোগ্রাম ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ।
উপজেলার আওতাধীন একটি পৌরসভা ও ১৩ ইউনিয়নের ১শ জন ধর্মীয় নেতাদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ন্যাশনাল ফেইট এন্ড ডেভেলপমেণ্ট কো-অডিনেটর ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের মৃদুল তজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী।
শুরুতে পবিত্র কোরআর থেকে তেলোয়াত করেন কারী মো. কাসেম। এতে স্বাগত বক্তব্য রাখেন ওর্য়াল্ড ভিশন
বাংলাদেশের চট্টগ্রাম এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার আগষ্টিন প্রভঞ্জন হীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আজকের শিশুরা আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষত করে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি শারীরিক সহিংসতা বন্ধের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এজন্য মাতাপিতার সাথে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উপস্থিত আলেম-ওলামারা এ ব্যাপারে প্রত্যেক মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর প্রতি যত্নবান হওয়ার বিষয়টি সর্ম্পকে সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন করতে হবে।
বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. জয়নাল আবেদীন। শিশুর প্রতি শারীরিক সহিংশতা প্রতিরোধে ইসলামের শিক্ষা ও ইমামদের করণীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন মেখল কাজী বাগী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম।
শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে ইসলামের শিক্ষা ও ইমামদের করণীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন পৌরসভা হক সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইসতিয়াক।