এসআই বদরুদ্দৌজাসহ তিনজনের ২ দিনের রিমান্ড

গ্রেফতার মিনিট্রাক ট্রাকচালক মো. মোক্তার ও সহকারী মো. সবুজ

চট্টগ্রাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ফার্নিচার বোঝাই মিনি ট্রাকে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুদ্দৌজা মাহমুদসহ তিনজনকে দুইদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন।

রিমান্ডের আদেশ পাওয়া অপর দুইজন হলেন-মিনিট্রাক ট্রাকচালক মো. মোক্তার ও সহকারী মো. সবুজ।

বিষয়টি জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, মিরসরাই থানা পুলিশ তিনজনকে আদালতে হাজির করে সাতদিনের রিমাণ্ডের আবেদন জানালে আদালত প্রত্যেকের ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।

৩১ আগস্ট ভোরে মিরসরাই থানার রেদোয়ান পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ (ঢাকামেট্রো-ন ১৪-১৮২৯) ট্রাকচালক মো. মোক্তার ও সহকারী মো. সবুজকে আটক করে র‌্যাব। পরে মিনি ট্রাকে থাকা ফার্নিচারের (স্টিলের ফাইল কেবিনেট) ভেতর তালাবদ্ধ করে লুকানো ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয় র‌্যাবের পক্ষ থেকে।

ট্রাকচালক ও সহকারী ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম নগরের লালখানবাজার হাইলেভেল রোডের এসআই মো. বদরুদ্দৌজা মাহমুদের বাসা থেকে ঢাকার মোহাম্মদপুরে নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়।

শেয়ার করুন