[caption id="attachment_30131" align="aligncenter" width="800"]
ডোনাল্ড ট্রাম্প[/caption]
বিদ্রোহী অধ্যুষিত এলাকা ইদলিবে হামলা না চালানোর জন্য সিরিয়া ও তার মিত্র দেশ রাশিয়া এবং ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উদ্দেশ্য করে ট্রাম্প তার টুইটে বলেন, ইদলিবে হামলা করলে এটা হবে সবচেয়ে মানবিক ভুল। সিরিয়া এটা কোনোভাবে করতে পারে না। হামলা চালালে হাজারো নিরীহ মানুষ নিহত হবে। আমেরিকা তা কোনভাবেই সহ্য করবে না।
অন্যদিকে সিরিয়া জানায়, বিদ্রোহীদের দমন করতে ইদলিব এলাকায় তারা ব্যাপক অভিযান চালাবে। শিগগিরই তারা বিদ্রোহী অধ্যুষিত ওই এলাকায় হামলা চালাবে।
সিরিয়ার এমন ঘোষণার পর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত