নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত চট্টগ্রামে

.
.

চট্টগ্রাম : নগরীর নির্মাণাধীন দশতলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) দক্ষিণ রিজিয়ন হেড কোয়ার্টারে নির্মাণাধীন দশতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- কিশোরগঞ্জ জেলার দামপাড়া পূর্বহাতি এলাকার আবু তাহেরের ছেলে এবং মো. কাওসার আলম(২০) একই জেলার মো. জসিমের ছেলে তোফাজ্জল হোসেন (১৮)।

নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে ওই দুজন গুরুতর আহত হয়। তাদেরকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক জানান, ৭টার দিকে হালিশহর থেকে আহত ওই দুইজন শ্রমিককে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদেরকে মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন