[caption id="attachment_30431" align="aligncenter" width="730"]
মার্কিন র্যাপার ম্যাক মিলা[/caption]
মাত্র ২৬ বছর বয়সী মার্কিন র্যাপার ম্যাক মিলার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। আমেরিকার সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, মার্কিন এই তারকা মূলত অতিরিক্ত মদ্যপানের ফলেই মারা গেছেন।
জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে মিলারের স্টুডিও সিটি হাউজ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মেডিকেল পরীক্ষা করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৯২ সালের ১৯ জানুয়ারি প্যাটসবার্গে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মার্কিন র্যাপার ম্যাক মিলার হিসেবে সকলের কাছে পরিচিত থাকলেও তার আসল নাম ম্যালকম জেমস ম্যাকক্রোমিক। ২০১১ সালে তার প্রথম অ্যালবাম দিয়ে সঙ্গীতে তার যাত্রা শুরু হয়েছিল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত