একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, কাহিনীকার ও চলচ্চিত্র নির্মাতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ।
দিনটি প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘জন্মদিন আসা মানেই হল জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়া, মৃত্যুর দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া। অবশ্য এরই মধ্যে বেশ কয়েকবার আমার মৃত্যু নিয়ে গুজব সৃষ্টি করা হয়েছে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’
এ মুহূর্তে শুটিংয়ে কিছুটা বিরতি দিয়েছেন এ অভিনেতা। কারণ হিসেবে জানিয়েছেন, প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করতেও তার ভালো লাগে না। গরম কমলে আবারও নিয়মিত হবেন অভিনয়ে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত