বিজিবি-কোস্ট গার্ডের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার : টেকনাফে বিজিবি ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে হোয়াইক্যং ও সদর ইউনিয়নের সৈকত উপকূল এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে উভয় অভিযানে কোন পাচারকারীকে আটক করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

২বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টা নাগাদ টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (চট্টমেট্টো-ব-১১-১১৩১) বাসটি উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে তল্লাশিকালীন যাত্রীবিহীন সীটের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এতে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

অপরদিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৫টা নাগাদ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপজেলার সদর ইউনিয়নের লম্বরী ঘাট এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪কোটি টাকা।

কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।