কক্সবাজার থেকে নিখোঁজ ৪ স্কুল ছাত্র উদ্ধার রাঙ্গামাটিতে

রাঙ্গামাটিতে উদ্ধার ৪ স্কুল ছাত্র

রাঙ্গামাটি : কক্সবাজার থেকে নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রকে রাঙ্গামাটির একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটির রাজু হোটেল থেকে ওই ৪ ছাত্রকে উদ্ধার করা হয়। এর রোববার কক্সবাজার থেকে একসাথে ৪ স্কুল ছাত্র নিখোঁজ হয়। স্কুল ছাত্ররা জানিয়েছে, পরিবারে না জানিয়েছে কক্সবাজার থেকে রাঙ্গামাটিতে বেড়াতে চলে আসে তারা। তাদের সাথে কিছু খেলার সামগ্রীও পাওয়া গেছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটিতে ৪ ছাত্রকে পাওয়া গেছে। তাদেরকে রাঙ্গামাটি সদর থানায় পাঠানো হয়েছে।

ছাত্ররা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রোববার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ে ও কোচিংয়ের জন্য বাসা থেকে বের হয়ে তারা আর বাসায় ফিরেনি। নিখোঁজের ঘটনায় ছাত্রের পরিবার উদ্বিগ্ন হয়ে পরে। থানা পুলিশে আশ্রয় নেয়।

উদ্ধার ছাত্ররা হলো, সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মৌলানা জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, অষ্টম শ্রেণির ছাত্র ও বাজারঘাটা এলাকার এড. আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন, অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ও বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও তার খালাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম।