রামুর ঈদগড় মেডিকেল সেন্টারে মুখের ঔষুধ নাকে

.

হাবিবুর রহমান সোহেল : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে স্থাপিত মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী চিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঈদগড়জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে সচেতন মহলের মতে, হাসপাতাল কর্তৃপক্ষের দু:খ প্রকাশ আইওয়াশ মাত্র।

অভিযোগে জানা গেছে, ঈদগড় মোহাম্মদ শরিফ পাড়ার সালাহ উদ্দিনের পাঁচ মাস বয়সী এক শিশুকে ১১ সেপ্টেম্বর উক্ত মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসাশেষে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করেন। এসময় শিশুটিকে ডাক্তার প্রদত্ত উল্লেখিত মেডিকেল সেন্টারের প্যাডে টি-সেফ (পিডি) ও এ্যালাট্রল (পিডি) ঔষুধগুলো নাকে ব্যবহার করতে লিখে দেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ঔষধগুলো শুধুমাত্র মুখে সেবন করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসক দায়িত্ব পালনে চরম অবহেলার পরিচয় দিয়েছেন। সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে চিকিৎসকসহ সচেতন মহলের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।