বাদাঘাট ডিগ্রি কলেজ সরকারী করনে আনন্দ মিছিল

বাদাঘাট ডিগ্রি কলেজ সরকারী করনে আনন্দ মিছিল

সুনামগঞ্জ : জেলার তাহিরপুর বাদাঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩সেপ্টেম্বর) সকালে বাদাঘাট ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও বাদাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি বিশাল আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাস হতে বের হয়। র‌্যালীটি কলেজ থেকে তাহিরপুর উপজেলার বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণশেষে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় অনেক বাধা পেরিয়ে বাদাঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণ করা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ ১ আসনের উন্নয়নের রুপকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসীসহ সবাই মিষ্টি মুখ করেন। সভায় বাদাঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুনাব আলীর সভাপতিত্বে এ সময় অনন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাদাঘাট ডিগ্রী কলেজের সহ-সভাপতি হাজী জালাল উদ্দিন,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মাষ্টার নুরুল হক, যুগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, ইউপি আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক সুজাত মিয়া,বাদাঘাট ইউপি যুবলীগের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমদ (মানিক), উপজেলা ছাত্রলীগ নেত রাহাত হায়দার, কলেজ ছাত্রলীগ নেতা তারেক আল মামুন, হৃদয়,হানিফ প্রমুখ।