[caption id="attachment_30894" align="aligncenter" width="576"]
.[/caption]
হাবিবুর রহমান সোহেল : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে অবাদে আসছে মাদক। ঢাকা চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী গ্রামে অবস্থান করে কৌশলে মাদক বেচাকেনা করছে। মরণ নেশা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বিদেশী মদসহ বিভিন্ন মাদক দ্রব্যে ছেয়ে গেছে পুরো বান্দরবান।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে এসব মাদক দ্রব্য পার্শ্ববর্তী পর্যটন নগরী কক্সবাজার জেলার বিভিন্ন হোটেল মোটেল জোনসহ সারা দেশে পাচার হচ্ছে।অভিযোগ রয়েছে, প্রশাসনের কোন নজরদারী কাজে আসছেনা। আর এ মাদক দ্রব্য চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করছে এলাকা ভিত্তিক এক শ্রেণীর অসাধু ব্যক্তিসহ বহিরাগত কিছু মাদক ব্যবসায়ী। অনেক সময় তারা মিয়ানমার থেকে প্রশাসনের চোখ ফাাঁকি দিয়ে নিয়ে আসছে এসব মাদক দ্রব্য। আবার কখনো কখনো তাদের ম্যানেজ করেই চলে এই কারবার। নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাকারবারীরা রাতের আধারে মিয়ানমার থেকে নিয়ে আসে মাদকের চালান।
বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত ইয়াবা বড়ির দ্বিতীয় বৃহত্তম হাট হিসাবে পরিচিতি লাভ করেছে। এ নিয়ে সম্প্রতি নাইক্ষ্যংছড়ি কমিউনিটি পুলিশিং সম্মেলনে বান্দরবান পুলিশ সুপার (এসপি)সহ সকলে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে তারা এলাকার সচেতন মহলকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সীতান্ত পয়েন্টে মাদক আসার পর সেখানে নতুন করে মোড়কজাত করা হয়। এর পর কখনো লক্কর ঝক্কর মার্কা পিকআপ ভ্যান, বালিভর্তি ট্রাক, মোটর সাইকেল ও এলাকার সহজ সরল মহিলাদেরকে ব্যবহার করে কৌশলে ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে।
সম্প্রতি ১১ বর্ডার গার্ড ব্যটালিয়নের (বিজিবি) অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও সদর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা চালান আটক করা হয়। কিন্তু এ আটকের পরও থেমে নেই মাদক ব্যবসা।
নির্ভরযোগ্য বেশ কয়েকটি সুত্র জানায়, মাদক ব্যবসায়ীদের সাথে রয়েছে আইন শৃংখলা বাহিনীর কিছু অসাধু সদস্যও। যেকারণে মাদক ব্যবসা ক্রমাগত প্রসার ঘটছে বলেও ওই সুত্রের দাবী।
এদিকে জেলা পুলিশ দপ্তর বলছে মাদক দ্রব্যের ব্যবসা নির্মূল করতে তাদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুব সমাজকে নিশ্চিত ধ্বংশের হাত থেকে রক্ষা করতে হলে সীমান্ত দিয়ে আসা মাদকের এ নিরব চোরা চালান চিরতরে বন্ধ করতে অভিজ্ঞ মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কথা বলতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর শেখের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ সর্তক অবস্থানে আছে। এই ব্যাপারে তারা আরো জোরালো অভিযান করবে বলে নিশ্চিত করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত