সংবাদ সম্মেলনে নৌকা প্রতীক প্রত্যাশি ইমরান
আমাকে সেই সোনার মানুষ হিসাবে পাবেন – কথায় নয়, কাজেও

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নৌকা প্রতীক প্রত্যাশি ইমরান

শেখ খালেদ মেজবাহ উদ্দীন : আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী–আকবর শাহ, কাট্টলী) থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান ব্যবসায়ী মোহাম্মদ ইমরান। সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের ছোট ভাই ও শিপ ব্রেকিং ব্যবসায়ী ইমরান বলেন, নৌকা প্রতীকে জনপ্রতিনিধি হলে সীতাকুণ্ডকে অপরাধমুক্ত, সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে নিজেকে নিয়োজিত করবেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইমরান নিজেকে আজীবন বঙ্গবন্ধুর আদর্শের নীরব ধারক উল্লেখ করে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশের রূপরেখায় আমি আপনাদের দৃঢ কণ্ঠে আশ্বস্ত করতে চাই, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুুত।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দেবেন, আমার এ বিশ্বাস ও যোগ্যতা আছে।’ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন, আমি কথা দিচ্ছি আপনারা আমাকে সেই সোনার মানুষ হিসাবে পাবেন – কথায় নয়, কাজেও।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স মাস্টার্স করা ব্যবসায়ী ইমরান বলেন, যোগ্যতা বিবেচনায় আওয়ামী লীগ তাঁকে স্বাগত জানাবে, ‘জাতির জনক বঙ্গবন্ধুর চেতনার আওয়ামীলীগ আমার প্রেরণার বাতিঘর এবং আমার পথচলার শক্তি। সময়ের কঠিন বাস্তবতায় এক সময়ের জাঁদরেল মহান নেতা এম আর সিদ্দিকীর সীতাকুন্ড আজ নেতৃত্ব শূন্য। অশিক্ষা আর অপরাধ প্রবণতা আমাদের এ জনপদকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। যদিও জননেত্রী শেখ হাসিনার দেশ প্রেমিক সরকার এ খাতে উন্নয়ননের জন্য ব্যাপক বরাদ্দ এবং কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে চৌকস ও মেধাবী, ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তি হিসেবে এবং বঙ্গবন্ধুর মহান আদর্শের উত্তরসূরী হিসেবে চুপ করে বসে থাকা আমার বিবেকের কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। আমি আশা করি, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিবেন, এ বিশ্বাস এবং যোগ্যতা আমার আছে।

যদিও জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেমিক সরকার এ খাতে উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ এবং কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে চৌকস ও মেধাবী, ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তি হিসেবে এবং বঙ্গবন্ধুর মহান আদর্শে উত্তরসূরি হিসেবে চুপ করে বসে থাকা আমার বিবেকের কাছে সমীচীন বলে মনে হচ্ছে না।’

‘উন্নয়নে দেশ এগিয়ে গেলেও সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন হয়নি। তাই এলাকাবাসীর কথা চিন্তা করে মাটি ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।’

তিনি বলেন, তিনি বলেন, আল্লাহ আমাকে যে সামর্থ্য যোগ্যতা সাহস এবং ত্যাগের শক্তি দিয়েছেন তা আমি পুরোপুরি কাজে লাগিযে সীতাকুণ্ডবাসীর নীরব কান্না মুছে দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এক্ষত্রে আপনাদের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। আমি এলাকাবাসীর জন্য কিছু করতে চেয়েছি, যার মাধ্যমে দেশের তথা জাতির মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারবো।

সরাসরি রাজনীতির অথবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইমরান বলেন, যদিও আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত নয়, বা দলীয় কোন পদেও নেই তবে আমি বা আমার পরিবার মনে প্রাণে আওয়ামী লীগের। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমার অন্তরে সবসময় বঙ্গবন্ধু ছিলেন। বঙ্গবন্ধু আছেন। যা অন্তরে থাকে তা বাইরে আসতে বেশি সময় লাগে না বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সন্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বড় ভাই সাবেক সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের স্ত্রী লায়ন নিশাত ইমরান, ছেলে সারতাজ এম ইমরান।

আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, সীতাকুণ্ডের সম্ভাবনা অনেক। এই সম্ভাবনার পুরোটাই কাজে লাগিয়ে আমি একটি সমৃদ্ধ সীতাকুণ্ড গড়তে নিজেকে উৎসর্গ করবো। বঙ্গবন্ধুর প্রত্যাশার সোনার মানুষ হতে নিজের সবটুকু উজাড় করে দেবো। তিনি বলেন, আমাদের পরিবারের সকলকে আপনারা চিনেন। আমার বড় ভাই আলহাজ্ব মোহাম্মদ ইকবালকে সীতাকুণ্ডের শীপ ব্রেকিং শিল্পের জনক বলা যেতে পারে। আমার অপর ভাই সীতাকুণ্ডের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমিও ব্যবসা করছি গত ত্রিশ বছরেরও বেশি। কিন্তু আমাদের কারো বিরুদ্ধে কোনদিন কোনো ধরনের দুর্নীতির কোনো অভিযোগ কেউ উঠাতে পারেননি। সততা এবং দেশপ্রেমে আমরা পরীক্ষিত। তাই বঙ্গবন্ধু কন্যা যদি সুযোগ দেন তাহলে বাকিটা যেন দৃষ্টান্ত হয় সেই চেষ্টাই করে যাবো।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজপথে উচ্চকণ্ঠে শ্লোগান না দিলেও আজীবন বঙ্গবন্ধুর আদর্শের নীরব ধারক তিনি ও তার পরিবার। সংবাদ সম্মেলনে তাঁর বড় ভাই সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পত্মী নিশাত ইমরান, বড় ছেলে সারতাজসহ পরিবারের সদস্যরা।

শেয়ার করুন