
নগরীর ডবলমুরিং ও আগ্রাবাদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে দুই জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খোরশেদ আলম (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।
চট্টগ্রাম মেডিকেল সূত্রে জানা যায়, নগরীর ডবলমুরিং থানার মগপুকুর পশ্চিমপাড় এলাকায় নিজের নির্মাণাধীন ভবনে শ্রমিকদের কাজ বুঝিয়ে দেওয়ার সময় খোরশেদ আলম অসাবধানতাবশত ভবনের ওপর থেকে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নগরীর আগ্রাবাদ এলাকার ভ্যানগার্ড নামের একটি গার্মেন্ট কারখানায় এসি মেরামতের কাজ করার সময় আনোয়ার হোসেন নামের আরও এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।