চসিকে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১২টি ঘাটের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সিটি করপোরেশনের ভেতরে ও বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে চসিকের ভেতরে ভাংচুরের ঘটনাও ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এস্টেট অফিসে মেয়র আ জ ম নাছিরের অনুসারী নগর ছাত্রলীগের সহ-সম্পাদক মামুন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন ছাত্রলীগের দুই পক্ষকে তিরস্কার করে বের করে দেন। এরপর তারা করপোরেশনের বাইরে আন্দরকিল্লায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

এসময় ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে অভি পাল (১৮), আসিফসহ (১৮) ছাত্রলীগের চার কর্মী আহত হন। বাকি দুজনের নাম জানা যায়নি। তাদের চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চসিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনাধীন কর্ণফুলী নদীর ১২টি পারাপার তথা নৌঘাটের ইজারা দেয়ার জন্য টেন্ডার আহ্বান করা হয়। এ টেন্ডার শিডিউল জমা দেয়ার শেষ দিন ছিল বুধবার।

এদিন সকালে টেন্ডার শিডিউল জমা দেন ঠিকাদাররা। কিন্তু বিকাল ৪টার দিকে করপোরেশনের দ্বিতীয় তলায় এস্টেট বিভাগে মহিউদ্দিনের অনুসারী লোকজনের ওপর টেন্ডার শিডিউল কেনা জমা দেয়া হয়েছে তা জানতে চেয়ে মামুনের লোকজন হামলা করে। এস্টেট বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতে এ সময় মামুনের লোকজন মহিউদ্দিনের অনুসারীদের কিল-ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে তারা সেখানে ভাংচুর চালায়।

চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, মারামারির পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে যাতে আর কোনো ঝামেলা না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন