[caption id="attachment_31149" align="aligncenter" width="834"]
.[/caption]
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার মো. মাহাবু্বর রহমান এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
আদেশে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়াকে পতেঙ্গায় থানার ওসি পদে, পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে বন্দর থানার ওসি পদে বদলি করা হয়েছে, নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক আলমগীর মাহমুদকে কর্ণফুলী থানার ওসি পদে, কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফাকে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক পদে এবং বন্দর থানার ওসি ময়নুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের পরিদর্শক পদে বদলি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবু্বর রহমান। তিনি বলেন, পতেঙ্গা, কর্ণফুলী ও বন্দর থানার ওসি পদে বদলির আদেশ দেওয়া হয়েছে। কর্ণফুলী ও বন্দর থানার ওসিকে গোয়েন্দা পুলিশের পরিদর্শক পদে বদলি করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত