সাকার কবরে ‘শহীদ’ লেখা নামফলক ছিঁড়ে ফেলল ছাত্রলীগ

সাকার কবরে ‘শহীদ’ লেখা নামফলক ছিঁড়ে ফেলল ছাত্রলীগ

চট্টগ্রাম : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কবরে ‘শহীদ’ লেখা নামফলক ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগ।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে রাউজানের গহিরা এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা নামফলক অপসারণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় গোলাম রাব্বানী ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অনেক আগে এ নামফলক ভেঙে দেওয়া উচিত ছিল। এটা আমার কাজ নয়। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি তাদের নামের আগে শহীদ থাকবে তা হবে না। সাকা চৌধুরীর নামের আগে শহীদ থাকলে প্রকৃত শহীদদের অপমান করা হয়।

এ সময় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, উত্তর জেলা সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আবু তাহের, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম প্রমুখ। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা।

এ প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের পূর্বে লেখা ছিল শহীদ। বাংলাদেশ ছাত্রলীগ আজ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।

শেয়ার করুন