চট্রগ্রাম : মহানগরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবাসহ ১৯ জনকে আটক করেছে চট্রগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (২৩ সেপ্টেম্বর) বাকলিয়া, ডবলমুরিং, কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্রগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ নগরের বাকলিয়া থানার মেরিনার্স রোড, চরচাক্তাই, ডবলমুরিং থানার পাঠানটুলী, কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার জায়গা সহ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অন্য দিকে মাদক সেবনরত অবস্থায় আটক হওয়া সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মিয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত