
চট্টগ্রাম : স্বাধীনতাবিরোধী শক্তি ও উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক অপশক্তির তথাকথিত জাতীয় ঐক্য প্রক্রিয়া বাঙালি জাতিসত্তার জন্য একটি অশনি সঙ্কেত। এসব ঐক্যর ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সময় মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে। সে জাতীয় ঐক্যের ফলে স্বাধীন বাংলাদেশ। আওয়ামী লীগকে ছাড়া আজকের তথাকথিত জাতীয় ঐক্য বাংলাদেশকে ধ্বংস করার দেশ-বিদেশি নীলনকশার একটি অংশ।
চট্রগ্রাম মহানগর আওয়ামীলিগের আয়োজনে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব মন্তব্য করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সিটি মেয়র বলেন, যারা জনগনের উপর আস্থার সংকট রয়েছে তারা প্রতিনিয়ত মিথ্যাচার করছে। জনগণই আওয়ামীলীগের শক্তির উৎস। আওয়ামী লীগের গণআস্থার সংকট নেই। আজ দেশের জন গন সুখে আছে।
কারণ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। কেউ বুকে হাত দিয়ে এই সত্যকে অস্বীকার করতে পারবে না। দলীয় নেতাকর্মীদের স্বীকৃত সত্যের এই বার্তা এখনই জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সুদৃঢ় ভিত্তি সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য। এই ঐক্যকে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।
আমাদের ভিতরে ছোটখাটো দূরত্ব থাকতেই পারে। এ নিয়ে তিলকে তাল করা যাবে না। যারা অতীতের মতো দলে থেকে দল বিভাজন করবেন দল ভাঙার পায়তারা করেন তারা ঘরের শত্রু বিভীষণ। তাদেরকে আসসালামু আলাইকুম জানাতে দ্বিধা নেই।”
সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম ও এম এ রশীদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী সহ অনেকে।