নাইক্ষ্যংছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
পার্বত্যাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : বীর বাহাদুর

পার্বত্যাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই : বীর বাহাদুর

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে : পার্বত্য অঞ্চলে উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার সুফল হিসেবে সারাদেশের সাথে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বাংলাদেশেকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিণত করেছে একমাত্র আওয়ামীলীগ সরকার। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

একদিন আমেরিকার রাষ্টদূত বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন, আজ সেই দেশের রাষ্ট্র প্রধান বলেন উন্নয়ন কি দেখতে হলে বাংলাদেশের গিয়ে দেখে আসেন।

.

বুধবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আবু সিদ্দিক হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য ক্যানে ওয়ান চাক, সদস্য তিংতিং ম্যা মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, হাজী এম এ কালাম সরকারী কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার, উপজেলা জেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, সাধারণ সম্পাদক উবাচিং র্মামা, হাজী এম এ কালাম সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান, সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমুসহ স্থানীয় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হাজী এম এ কালাম সরকারী কলেজ লাইব্রেরী কাম কমন রুমের উদ্বোধন, ১৫ লক্ষ টাকা ব্যয়ে হাজী এম এ কালাম সরকারী কলেজে শহীদ মিনার নিমার্ণ কাজের উদ্বোধন, ৪০ লক্ষ টাকা ব্যায়ে চাক পাড়া চিকনঘোনা নাইক্ষ্যংছড়ি ছড়ার উপর ২ ভ্যান্ট আর সি.সি বক্স কালর্ভাট নির্মাণ কাজের উদ্বোধন,৪৫ লক্ষ টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৫লক্ষ টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে ফোয়ারা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।