
চট্টগ্রাম : নগরীর বিভিন্ন জায়গায় পুলিশি অভিযানে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিমের ভাইসহ তিন ইয়াবা কারবারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নগরের কোতোয়ালী ও হালিশহর এলাকায় গোপন সংবাদের মধ্যমে তাদের আটক করা হয় বলে জানান নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
আটককৃতরা হলেন-কক্সবাজারে টেকনাফ উপজেলার ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিমের ভাই রেজাউল করিম প্রকাশ মুন্না (৫০), শফিকুল ইসলাম (৩৬) ও মো. শাহ আলম (৪৮)। তিন জনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাক উপজেলার বিভিন্ন এলাকায়।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ কোতোয়ালী থানার পুরাতন বটতলী রেলস্টেশন এলাকা থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে হালিশহর এ ব্লক ৮ নম্বর রোড থেকে রেজাউল করিম প্রকাশ মুন্না ও মো. শাহ আলমকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।