
শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লু্ক খাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত মোজ্জাফর আহম্মদের ছেলে নুরুল ইসলাম (৩৫)কে আটক করেছে রামু থানার গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। তার বাড়ী রামু উপজেলার গজনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল এলাকায়।
বৃহস্পতিবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৫টায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ আলমগীরের নির্দেশে এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গর্জনিয়া বটতলী থেকে তাকে আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, তার বিরুদ্ধে জি,আর ১৭৫/১৬ আদালতের একটি মামলায় বিজ্ঞ বিচারক গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। ওই শিক্ষক পলাতক ছিলেন।