খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে ২২ নির্মাণ শ্রমিক আহত

ছবি : প্রতীকী

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড়ব্রিজ এলাকায় চাঁদের গাড়ি (খোলা জীপ) উল্টে ২২ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে খাগড়াছড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রত্যেকেই চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বাসিন্দা এবং বিল্ডিং নির্মাণের কাজে আসছিলো।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, চাঁদের গাড়ি উল্টে পড়ার খবর পেলে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: অরভিল চাকমা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।