খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর ৭২তম জম্মদিন উদযাপন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন প্রধানমন্ত্রীর ৭২তম জম্মদিন উদযাপন

শংকর চৌধুরী : কোরআন খানি, কেক কাটা ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে
দুই পক্ষ পৃথক পৃথক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন উদযাপন করেছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে জন্ম দিনের কেক কাটেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল ও সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগের অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অপরদিকে, শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে “অগ্নিনে শুচি হয়ে বারবার আসো, তুমি ভূমি কন্যা-তুমি প্রিয় মাতৃভূমি” এ স্লোগানে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, মিলাদ মাহফিল, কেক কেটা এবং আলোচনা সভাসহ নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের অপর অংশের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন প্রধানমন্ত্রীর ৭২তম জম্মদিন উদযাপন

এসময় জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক যুব নেতা দিদারুল আলম দিদার, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী, যুবলীগ নেতা বোরখান উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাঈনুল ইসলাম, ফারুক আহম্মদসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দূরদর্শী প্রচেষ্টায় বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহান
স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের শত বাঁধা বিপত্তির মধ্যেও জননন্দীত, মমতাময়ী বঙ্গবন্ধুর বীর কন্যার নেতৃত্বকে গতিরোধ করতে পারেনি। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সামনের দিনগুলোতেও এ দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।