[caption id="attachment_31523" align="aligncenter" width="720"]
এসকেএস এর গ্রীষ্মকালীন বিশেষ কারাতে ট্রেনিং ক্যাম্পে সনদধারীদের সাথে অতিথিবৃন্দ।[/caption]
চট্টগ্রাম : পাহাড়তলী হাজী ক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের উদ্যোগে হাজী ক্যাম্প কারাতে প্রশিক্ষণ কার্যালয় ও পতেঙ্গা বেঁড়িবাধ প্রাঙ্গণে গ্রীষ্মকালীন বিশেষ কারাতে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম সালাউদ্দিন খোকন। কারাতে প্রশিক্ষক এম এ হান্নান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোতোকান কারাতে স্কুলের সহকারী প্রশিক্ষক মো. আমিনুল হক, মনির আহমদ, সাজ্জাদুর রহমান, মো. সেলিম, আমান।
প্রশিক্ষণে সোতোকান কারাতে স্কুলের বিভিন্ন শাখার কারাতে প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত