মতবিনিময় সভা বক্তারা
আলোর পথে এগিয়ে যাবে আজকের তারুণ্য

আলোর পথে এগিয়ে যাবে আজকের তারুণ্য

চট্টগ্রাম : “দায়িত্বশীল নাগরিক হব, বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ বিনির্মাণ করব”_এই শ্লোগানকে প্রতিপাদ্য
হিসেবে রেখে তরুণ আলো প্রকল্প-ইলমা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উগ্রবাদ, সহিংসতা
ও জঙ্গিবাদ প্রতিরোধে চকরিয়ায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আইসিডিডিআরবি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, বিশেষ অতিথি ছিলেন তাড়না ট্রাস্টের নির্বাহী পরিচালক মো: সোলায়মান, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী, টিআইবি’র এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, সিনিয়র সাংবাদিক এম.আর.মাহমুদ, এম.মনছুর আলম, পহরচাঁদা মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ আনসারী, আমজাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ জহির উদ্দিন মো: ইলিয়াস, সাহারবিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ শফিউল হক, বদরখালী মাদ্রাসার উপাধ্যক্ষ সাঈদ আহমদ তারেক, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. গিয়াসউদ্দিন, হারবাং হামিদিয়া মাদ্রাসার সুপার মোঃ নুরুলআলম, প্রভাষক আ.ফ.ম ইকবাল হাছন, ডুলাহাজারা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মালেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য আবদুল মতলব, নাজিম উদ্দিন, ছাবের আহমদ, ইমাম হোসেন, নিয়ামক উল্লাহ, মোহাম্মদ আবদুর মুনায়েম, মুহাম্মদ ফরিদুল আলম, সনাক সদস্য জিয়া উদ্দিন, তরুণ আলো কর্মকর্তা জাহিদুর রহমান, তারিকুল ইসলাম, তানবীরুল ইসলাম, মো: এহাসান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা তরুণ আলো প্রকল্পের কাজকে আরো ফলপ্রসু করার লক্ষ্যে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রকল্পের কর্মপরিধি আরো বাড়ানো গেলে লক্ষ্য অর্জন ত্বরান্তিত হবে বলে বক্তারা মনে করেন।

প্রজেক্ট ম্যানেজার ফোরকান মাহমুদের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল
চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, তরুণ প্রজন্মকে সমাজের মূল স্রোতধারায় ধরে রাখার জন্য তরুণ আলো প্রকল্প চকরিয়ায় যেভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তাই তরুণ সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে সকলকে আরো সচেতন হতে হবে কারণ একদল আদর্শ তরুণের হাতেই আলোকিত হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এদেশকে মুষ্টিমেয় কিছু পথভ্রষ্ট মানুষের কারণে ধবংস হতে দেয়া যায় না। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্ধকার নয় আলোর পথে এগিয়ে যাবে আজকের তরুণ্য।