ফেসবুক ১৬৩ কোটি মার্কিন ডলার জরিমানার মুখোমুখি

.

পাঁচ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ায় ইউরোপিয়ান ইউনিয়ন ১৬৩ কোটি মার্কিন ডলার জরিমানা গুণতে হতে পারে ফেসবুককে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশনের পক্ষ থেকে শনিবার জানানো হয় হ্যাকিংয়ের আশঙ্কা বিষয়ে তারা আরও তথ্য জানতে চেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইউরোপে ফেসবুকের শীর্ষ নীতি নির্ধারক হল আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন। কমিশনের ধারণা, এ ঘটনায় গোপনীয়তা বিষয়ে ইইউয়ের নতুন ‘জেনারেল ডেটা প্রোটেকশন’ আইনের লঙ্ঘন ঘটে থাকতে পারে।

চলতি বছরের মে মাসে কঠোর এ গোপনীয়তা আইন চালু করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই আইনটি করা হয়।

কোনো প্রতিষ্ঠান গ্রাহকের তথ্য রক্ষা করতে যথাযথ ব্যবস্থা না নিলে এ আইনের আওতায় তাদের সর্বোচ্চ ২.৩ কোটি মার্কিন ডলার বা ওই বছরে প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের চার শতাংশ জরিমানার বিধান রয়েছে।

এক্ষেত্রে যে অঙ্কটা বড় হবে সে মোতাবেক জরিমানা আদায় করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফেসবুকের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হতে পারে ১৬৩ কোটি মার্কিন ডলার।

এখানে খতিয়ে দেখার বিষয় হ্যাকিংয়ের আগে তথ্য সুরক্ষায় ফেসবুকের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছিল কিনা।

শেয়ার করুন