[caption id="attachment_31815" align="aligncenter" width="720"]
টেকনাফে নাফনদী থেকে দু'কিশোরের লাশ উদ্ধার[/caption]
খাঁন মাহমুদ আইউব (কক্সবাজার) : টেকনাফে নাফনদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই কিশোর উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা নাগাদ নাফনদী সংলগ্ন জলিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা হতে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ।মৃত দুই কিশোর উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী বাঘ ঘোনা এলাকার আব্দুল হকের পুত্র সরোয়ার আবছার(১৬) অপর জন শাপলাপুর আছার বুনিয়া এলাকার আব্দু সালামের পুত্র ছৈয়দুল ইসলাম (১৫) বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, দুই কিশোর গতকাল থেকে নিখোঁজ ছিলো। তাদেরকে অনেক খুঁজা খুঁজির পরেও পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি, বাবু রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, উদ্ধারের সময় লাশ দুটি মুখ কাপড় দিয়ে বাধাঁ এবং মুখ মন্ডল রক্তাক্ত অবস্থায় ছিলো। পুলিশ হত্যা কান্ডের কারন উদঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। হত্যাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে জানিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত