সুনামগঞ্জের দিরাই উপজেলার দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধূরী ও স্টাফ রিপোর্টার রুদ্র মিজানের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শনিবার (৬ অক্টোবর) দুপুরে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধূরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক
জিয়াউর রহমান লিটন, সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, মনিমেলা খেলাঘর আসর’র সভাপতি লালবাশি দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, যুব সংগঠক আহমেদ সারোয়ার, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, ছাত্রনেতা মোঃ শাহআলম, পেশাজীবি সংগঠনের নেতা শুভ দাস, প্রশান্ত রায়, শামসুজ্জামান লিকসন, অনলাইন প্রেসক্লাব নির্বাহী সদস্য সাংবাদিক রুকনুজ্জামান জহুরী, জাহেদ আহমদ, সুমন মিয়া, কন্ঠশিল্পী আশিক সরকার, বাউলিয়ানা ফয়সল, শ্রমিক নেতা টুনু মিয়া প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত