পশ্চাৎপদ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পথকে ত্বরান্বিত করতে ৪ দফা দাবী বাস্তবায়ন করার দাবীতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কর্তৃক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে।
ঘেরাও কর্মসূচী পালনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- পার্বত্য চট্টগ্রামের পাশ্ববর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপজাতীয় কোটার পাশাপাশি ‘অউপজাতীয় কোটা’ চালু থাকলেও, পাহাড়ের প্রথম বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উপজাতীয়, পোষ্য এবং মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের কথা জানানো হলেও পার্বত্য এলাকায় বসবাসকারি বাঙালিদের জন্য কোন কোটাই সংরক্ষণ করা হয়নি। এছাড়া তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও এখানে নিয়োগে বঞ্চিত হচ্ছে রাঙামাটি ও বান্দরবানবাসী। এখন অবধি যে অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি নিয়োগ দেয়া হয়েছে, তাদের মধ্যে শতকরা ৫০ জনই খাগড়াছড়ি জেলায়। বান্দরবান থেকে তেমন কাউকেই নিয়োগ দেয়া হয়নি। রাঙামাটি থেকেও আছে মাত্র ৩/৪ জন। ভিসির নিজের জেলা খাগড়াছড়ি হওয়ার কারণেই এই রকমের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। শুধু নিয়োগই নয়, ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এমন শিক্ষার্থীদের ভর্তি করার সুস্পষ্ট অভিযোগ আছে আমাদের কাছে। অথচ রাঙামাটি জেলার মানুষের আন্দোলন সংগ্রাম আর ত্যাগের প্রতি নূন্যতম শ্রদ্ধা বা সম্মান দেখাচ্ছে না বিশ্ববিদ্যালয়টির বর্তমান প্রশাসন। ভিসি পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মারমা, ত্রিপুরাসহ অন্যান্য সকল জনগোষ্ঠীকে বঞ্চিত করে শুধুমাত্র চাকমা জনগোষ্ঠী থেকে নিয়োগ এবং নিজের স্বজনদের নিয়োগ দিয়ে বৈষম্য তৈরী করছেন যা মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে তার অপসারন চাই। অন্যথায় আরও জোড়ালো আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনব। এসময় উক্ত ঘেরাও কর্মসুচীতে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, লগংদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। ঘেরাও কর্মসূচী থেকে নিম্নলিখিত ৪ দফা বাস্তবায়নের জোড় দাবী জানানো হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তিতে জারীকরা উপজাতি কোটা বাতিল করে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠির এবং বাঙ্গালী জনগোষ্ঠির ভর্তির পথ নিশ্চিত করতে অসাম্প্রদায়িক পার্বত্য কোটা চালু করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠির এবং বাঙ্গালী জনগোষ্ঠির আনুপাতিক হারে নিয়োগ প্রদান করতে হবে।শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস চালু করতে হবে।অবিলম্বে স্থায়ী ছাত্রাবাস চালু করতে হবে। পরবর্তী ঘোষিত কর্মসূচি ২৮/০২/২০১৭ ইং পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ৬/০৩/২০১৭ ইং তিন পার্বত্য জেলায় সকাল সন্ধায় সর্বাত্মক হরতাল পালন।